সংবাদ রিপোর্ট: সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত ১১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ ও কৃতী প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সকালে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও সদস্য পরিকল্পনা কমিশনের আব্দুল বাকী সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। পুরস্কার বিতরণ ও কৃতী প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লাসহ আরো অনেকে ।
Leave a Reply