সংবাদ রিপোর্ট: সাভারে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল তার পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ঘরে থাকা সাত ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ১ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে সাভারের রাজাশন এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার মডেল থানা পুলিশ। ভুক্তভোগীর ছেলে নাজমুল হক নাদিম বলেন, আনুমানিক রাত ৩টার দিকে একদল ডাকাত গ্রিল কেটে আমাদের ঘরে প্রবেশ করে প্রথমে আমার মা এবং বাবাকে জিম্মি করে পরে পর্যায়ক্রমে সবার হাত-পা বেঁধে ফেলে। তারপর আমাদের সবাইকে এক রুমে বসিয়ে আমাদের বাসায় থাকা সাত ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসেছিল। কিন্তু আমার বাবা অসুস্থ মানুষ, তাই এ ঘটনায় থানায় অভিযোগ করতে রাজি হননি। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ভুক্তভোগী পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনিয়েছি।
Leave a Reply