সংবাদ রিপোর্ট: সাভারে গলায় ফাঁস দিয়ে হাবিবুর রহমান (১৮) নামেএক যুবক আত্মহত্যা করেছেন। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার পূর্ব রাজাশন এলাকার শাহী মসজিদের পাশে মনিরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান লালমনিরহাট জেলার ফকিরটারি গ্রামের সুফিয়ার রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হাবিবুর রহমান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত হাবিবুর রহমান আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।
Leave a Reply