1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

সাভারে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের আশ্বাস

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় দুই শতাধিক উচ্ছেদকৃত হকার। তাদের দাবির প্রেক্ষিতে সাভারের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন।  ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন হকাররা। পরে সেখানে উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করেন তিনি। এ নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে একটি সভাও হয়েছে বলে জানা গেছে। সাইফুল ইসলাম বলেন, আপনাদের ব্যাপারে আমরা খুব চিন্তিত। আমরা ভালোভাবেই উপলব্ধি করতে পারছি আপনারা এই ব্যবসা থেকে আপনাদের পরিবার চালান, সন্তানদের লেখাপড়া করান। এটাই আপনাদের আয়ের উৎস। এই হাইওয়ে রোডে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। মানুষের সমস্যা করে আপনাদের এখানে সরকার রাখবে না। সরকারি সিদ্ধান্তের কারণেই আপনাদের এখান থেকে সরানো হয়েছে। তবে আমরা অতিসত্ত্বর সাভার বাজার স্ট্যান্ডের আশেপাশে আপনারা যাতে ব্যবসা তাড়াতাড়ি শুরু করতে পারেন আমরা চেষ্টা করছি। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব প্রমুখ। সাভার বাজার স্ট্যান্ডের আশেপাশে হকারদের জন্য জমি নির্বাচন, সেই জমির কাগজপত্র যাচাই, সরকারি বিধিনিষেধ পর্যবেক্ষণসহ ইতিমধ্যেই বেশকিছু প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে সাভারের মহাসড়কগুলোতে চলছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান। এ অভিযানে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, হেমায়েতপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ, ইপিজেড, বলিভদ্র, শ্রীপুরসহ বেশ কয়েকটি স্থানের ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের সরিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :