সংবাদ রিপোর্ট: সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় চলছে পুলিশের বিশেষ অভিযান। ২৪ নভেম্বর বৃহস্পতিবার অভিযানের প্রথম দিনে ৫৫টি বাস আটক করে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাত্রী সাধারনের চাহিদা অনুযায়ী লোকাল ও দুরপাল্লার বাসগুলিকে পর্যায়ক্রমে সার্ভিস লেইন ব্যবহার করার জন্য নির্দেশনা হচ্ছে। জানাগেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সম্প্রতি সাভার থানায় সাংবাদিকদের মুখোমুখি হলে একাধিক সাংবাদিক সড়ক বিভাজনের ফলে বেশীর ভাগ বাস চালক ডাইরেক্ট লেন ব্যবহার , সড়কের মাঝখান থেকে যাত্রী ওঠা-নামাসহ সড়কের নানা অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়টি তুলে ধরেন। তখন তিনি যেকোন মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জেলা ট্রাফিক পুলিশ ও সাভার মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। তারই অংশ হিসেবে আজ থেকে চলছে বিশেষ অভিযান। এ অভিযানে সড়কের মাঝে যাত্রী নামিয়ে দেয়া যাত্রী তুলে নেয়ায় শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, সেলফি পরিবহন, ইতিহাস পরিবহনসহ বিভিন্ন কোম্পানির ৫৫টি বাস আটক ও সড়ক আইনে মামলা দায়ের করে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। আরও ৬দিন এ বিশেষ অভিযান চলবে। এ বিষয়ে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবদুস সালাম জানান বিশেষ অভিযানের পরে মাস ব্যাপী অভিযান অব্যাহত থাকবে। খুব শীঘ্রই বাস মালিক, চালক ও সংশ্লিষ্টদের নিয়ে একটি সভার আয়োজন করার কথা ও জানান তিনি।
Leave a Reply