1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ ডেস্ক: বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ কানাইয়া। যিনি শ্রীকৃষ্ণ হিসেবে পরিচিত। সনাতন পুরাণে তার আরও বেশ কিছু নাম রয়েছে। তার জন্মতিথি জন্মাষ্টমী বা কৃষ্ণধর্মাষ্টমী। ধর্মীয় এই বিশেষ দিন উপলক্ষে প্রতি বছরই বড় আয়োজন থাকে বাংলাদেশের সনাতন ধর্ম অনুসারীদের। এবারও ব্যত্যয় ঘটেনি। ৬ সেপ্টেম্বর বুধবার সেই জন্মাষ্টমীর দৃষ্টনন্দন আয়োজন দেখা গেছে রাজধানীতে। দেশের আটশ বছরের ইতিহাসের সাক্ষী বহন করা ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ এই আয়োজন করে। নগরীর বিভিন্ন মন্দির থেকে ভক্ত-অনুরাগীরা মিছিল নিয়ে আসেন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। বিকেল নাগাদ পুরো ঢাকেশ্বরী এলাকা সনাতনদের পদচারণায় মুখোমুখি হয়ে ওঠে৷ হাজার হাজার মানুষের ভিড় আর বাদ্যবাজনার আওয়াজ উৎসবকে প্রাণবন্ত করে তোলে। বিকেল চারটায় আনুষ্ঠানিক শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে চারটায় শুরু হয় জন্মাষ্টমীর মিছিল। কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে, কেউ পিকাপভ্যানে, কেউ মোটরসাইকেলে আবার কেউ মিছিলে যোগ দিয়েছেন ভ্যানগাড়িতে। মিছিলে অংশ নেওয়া প্রতিটি যানবাহন ছিল সুসজ্জিত। নানা বয়সের মানুষেরা মিছিলে অংশ নেন বাহারি বেশভূষায়। তাদের মধ্যে অনেকেই ধর্মীয় দেবতাদের সাজে সজ্জিত হন। ধর্মীয় এই আয়োজনে সবার মধ্যে বিতরণ করা হয় বিশেষ শরবত। মিছিলটি ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :