সংবাদ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ২৪টি সোনার বারসহ পাসপোর্টধারী পাঁচ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। ১৯ অক্টোবর বুধবার বিকেলে সাড়ে ৪টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগমুহূর্তে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা অবস্থায় ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বারের ওজন দুই কেজি ৪০০ গ্রাম। যার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা। আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদরের শামসুল আলমের ছেলে মিনারুল ইসলাম (৫১), একই জেলার ঘিওর থানার নালীর গ্রামের মোতালেবের ছেলে জসিম উদ্দিন (২৯), মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ (৪৬), ঢাকার ভান্ডারিয়ার মৃত আজগর আলীর ছেলে মতিয়ার রহমান (৫৬) ও হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের লিমাই দাসের ছেলে মনোরঞ্জন (৪৮)। হিলি শুল্ক গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বিষয়টি নিশ্চিত করেছে। আটক মনোরঞ্জন বলেন, ‘আমি এক সপ্তাহ আগে এই সীমান্ত দিয়ে চারটি সোনার বার নিয়ে ভারতে গিয়েছিলাম। আজ আরও চারটি বার নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা সংস্থা আমাকে আটক করে।’ আটক মিনারুল ইসলাম বলেন, ‘ঢাকার তাঁতিবাজার থেকে চারটি সোনার বার ২৮ লাখ টাকায় কিনে হিলি হয়ে কলকাতায় যাচ্ছিলাম। আগেও বেশ কয়েকবার ভারতে গিয়েছি। এভাবে চালান দিলে সোনার বারপ্রতি তিন থেকে চার হাজার টাকা লাভ হয়।’ জানতে চাইলে হিলি শুল্ক গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply