1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে অশ্রুভেজা ভালোবাসায় দেবীদুর্গার বিদায়, সাঙ্গ হল উৎসবের আশুলিয়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৮ আশুলিয়ায় ফ্ল্যাটে ঘুমিয়ে থাকা যুবককে ছুরিকাঘাতে হত্যা সাভারে ছাত্র হত্যা মামলায় শ্রমিকলীগ সভাপতি গ্রেপ্তার সাভারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা: শাওন সাভারে স্বতঃস্ফূর্তভাবে পূজা উৎযাপন, মন্দির পরিদর্শনে বিএনপি নেতা : খোরশেদ আশুলিয়ায় ৭ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেপ্তার ১ সাভারে খেলার মাঠে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃত্বে আকতার-আফসার-মেহেদী ধামরাইয়ে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

ধামরাইয়ে শুরু হয়েছে শ্রী শ্রী যশোমাধব দেবের রথোৎসব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে শুরু হয়েছে শ্রী শ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথোৎসব। দিনটিকে ঘিরে উৎসবমুখর ছিল গোটা ধামরাই। আগত ভক্তদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ২০ জুন মঙ্গলবার বিকেলে ধর্মীয় রীতিনীতি অনুসরণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ এর উদ্বোধন করেন। আয়োজক কমিটির সভাপতি জীবন কানাই দাস বলেন, সকাল ১০টায় থেকে শুরু হয় ধর্মীয় রীতি। এসময় ধামরাইয়ের কায়েতপাড়ায় রথের সামনে ঢাকঢোল, বাদ্য, কাঁসার ঘণ্টা ও উলু ধ্বনি এবং পূজা-অর্চনায় অংশ নেন ভক্তরা। পরে বিকেল পৌনে ৬টার দিকে যশোমাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো রথের ওপর স্থাপন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন। পরে তিনি সারথির হাতে প্রতীকী রশি প্রদান করেন। তিনি আরও বলেন, এরপর ভক্তরা প্রতিমাসহ ৪২ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট রথটি পাটের রশি ধরে টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যায়। এসময় ভক্তরা রথকে উদ্দেশ্য করে চারপাশ থেকে ছিটাতে থাকেন কলা-চিনি। সেখানে ৯ দিন অবস্থানের পর ২৮ জুন উল্টো টানের মাধ্যমে শেষ হবে রথযাত্রার আনুষ্ঠানিকতা। তবে রথমেলা চলবে মাসব্যাপী। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, দিনটিকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও সাদা পোশাকে পুলিশের নজরদারি ছিল। রথোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, পৌরসভার মেয়র গোলাম কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :