ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (পবিস) এর কুশুরা জোনাল অফিসের আওতাধীন এলাকা থেকে গত ১ বছরে প্রায় ৫৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ৫টি করে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আত এতে গ্রাহকেরা বারবার টাকা খরচ করে নতুন ট্রান্সফরমার কিনতে গিয়ে লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পবিসেরও লোকসান হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এসব ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করলেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের দাবি কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই উপজেলায় প্রায়ই ঘটছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে গ্রাহককেই দিতে হয় ভর্তুকি। পবিস কুশুরা জোনাল কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের মে মাস থেকে চলতি বছরের ২০ জুন পর্যন্ত কুশরা জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলো থেকে ৪০ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা। এই ট্রান্সফরমারগুলোতে তামাজাতীয় মূল্যবান কয়েল থাকায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে ট্রান্সফরমার চোর চক্র। এসকল ঘটনায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত এসকল চুরির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতায় আনতে ও চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি পুলিশ। সর্বশেষ গত ২২ জুন রাতে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একই ট্রান্সফরমার দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। এভাবে প্রতিনিয়ত চোর চক্র রাতের আঁধারে গ্রাম থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে। গ্রাহকদের এতে ক্ষতি হলেও চোর চক্রকে আইনের আওতায় এনে শাস্তি দিতে না পারায় চুরি বৃদ্ধি পাচ্ছে অভিমত তাদের। পবিসের নিয়ম অনুযায়ী, প্রথমবার চুরি হওয়ার স্থানে নতুন করে ট্রান্সফরমার স্থাপনে গ্রাহকদের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। এরপরের বার চুরি হলে নতুন ট্রান্সফরমার আনতে গেলে গুনতে হয় পুরো টাকার জরিমানা। ফলে ওইসব এলাকায় গ্রাহকদের চাঁদা তুলে নতুন ট্রান্সফরমার কিনতে হয়েছে।
Leave a Reply