ধামরাই প্রতিনিধি: নওগাঁয় বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নওগাঁ ২১ নভেম্বর সোমবার দুপুরে ধামইরহাট উপজেলার টিঅ্যান্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো— ভাই বোন হোটেল, মুন্নী চাঁদনী হোটেল, সততা স্টোর, হান্নান স্টোর এবং মন্ডল স্টোর। শামীম হোসেন জানান, দুপুরে উপজেলার টিঅ্যান্ডটি রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় পটাশ সারের দাম নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অতিরিক্ত দাম নেওযায় সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে হান্নান স্টোরকে ৫ হাজার ও মন্ডল স্টোরকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ, নোংরা কাগজে খাবার পরিবেশন এবং খাবারে আয়োডিনবিহীন লবণ ব্যবহারের অপরাধে ভাই বোন হোটেলকে ৫শ টাকা ও মুন্নী চাঁদনী হোটেলকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। অভিযানে জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনিছুর রহমান এবং ধামইরহাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply