আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি পোশাক কারখানার লোহার গেট চাপা পরে ইকরা মনি (৬) নামের এক শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলিফ (৫) নামের আরেক শিশু আহত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ইকরা মনি মানিকগঞ্জ জেলার রাজু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, আলিফ ও ইকরা বাসা থেকে ইকরার মায়ের দোকানের দিকে যাচ্ছিলো। তারা কারখানার প্রধান ফটকের সামনে এলে লোহার গেটটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকরা মনির নিহত ও আহত হয় আলিফ। পরে পথচারীরা আলিফকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন ওর রশিদ বলেন, দুই শিশুকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে এক শিশু মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। অন্যজনের চিকিৎসা চলছে। কারখানার অ্যাডমিন অফিসার প্রিন্স বলেন, লাঞ্চ টাইমে শ্রমিকদের যাওয়ার জন্য গেট খুলতে গেলে গেটটি মাটিতে পড়ে যায়। এটা একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। গেটের সমস্যা সম্পর্কে আমাদের কাছে কোনো নোটিশ ছিল না।
Leave a Reply