আশুলিয়া প্রতিনিধ : আশুলিয়ায় দোকানের বাকি টাকা চাওয়ায় দলবল নিয়ে দোকান মালিকসহ প্রায় ১০ জনকে কুপিয়ে আহত করেছেন আফজাল নামের এক ক্রেতা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ জুলাই বুধবার দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত আজগর মিয়ার ছেলে আলম উদ্দিন (৬০), তার স্ত্রী খাদিজা (৫৫), ছেলে ইয়ামিন (১৮), মৃত আসান উদ্দিনের ছেলে গফুর মিয়া (৫৫), মুন্না কবিরের স্ত্রী শাহানা (৩৫), মৃত নান্দু পাগলার ছেলে সলিল (৭০), তার ছেলে রাজন (১৮), সুজন (৪৫) জাহানারা (৩০) ও মুদি দোকানি জামাল মিয়া (৪৩)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ওই এলাকায় এসে বাড়ি করে বসবাস করা আফজাল চৌধুরী ও তার সহযোগী ২০ থেকে ২৫ জন। সহযোগী ও আফজাল চৌধুরীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহত ইয়ামিন বলেন, গতকাল বিকেলে মুদি দোকানি জামাল মিয়া আফজালের কাছ থেকে দোকান বাকির ১৫০ টাকা চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মানুষের সামনে দোকানের বাকি টাকা চাইলে ক্ষিপ্ত হয় আফজাল। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে চলে যান আফজাল। রাত ৮টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আফজাল ২০ থেকে ২৫ জনকে নিয়ে জামালের ওপর হামলা চালায়। পরে আমরা সবাই তাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে কুপিয়ে জখম করে। আমাদের প্রায় ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
Leave a Reply