1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আটক ২

  • আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ১৫ মে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান পিপিএম। এর আগে, ১৪ মে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মো. রাকিব হোসেন ও মেজবাহ উদ্দিন। রাকিব রাজধানীর মিরপুরে এবং মেজবাহ বারিধারা এলাকায় থাকেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে শিক্ষার্থীরা ধর্ষণচেষ্টার ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিদের থানায় নিয়ে যান। ভুক্তভোগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার লিখিত অভিযোগ ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর মাধ্যমে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় হয়। রোববার রাতে ওই দুজন বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রীর ভাড়া বাসায় ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মেজবাহ উদ্দিনের সহায়তায় রাকিব হোসেন ওই ছাত্রীর কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রী জেগে উঠে তাৎক্ষণিক সহপাঠীদের মুঠোফোনে বিষয়টি জানান। তাঁরা ক্যাম্পাস থেকে ওই বাসায় গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুই তরুণকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা, প্রক্টর ও ৯৯৯-এ কল করে থানায় খবর দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিদের ক্যাম্পাসে নিয়ে আসার পর রাত আড়াইটার দিকে সেখানে উপস্থিত হন সহকারী প্রক্টর মহিবুর রৌফ। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এসেছিলাম। ঘটনাটি যেহেতু ক্যাম্পাসের মধ্যে ঘটেনি, তাই আমরা আশুলিয়া থানা পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তর করেছি। শিক্ষার্থীরা মামলার উদ্দেশ্যে থানায় গেছেন। ক্যাম্পাসে সহকারী প্রক্টর ও পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের সামনে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত রাকিব হোসেন ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন। তবে মেজবাহ উদ্দিন দাবি করেছেন, তিনি ঘটনায় জড়িত নন। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ভুক্তভোগীর দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :