সংবাদ রিপোর্ট : সাভারে পুলিশের একটি বিশেষ অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। এ সময় আইন শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য আরেকজন মাদক কারবারি পালিয়ে যায়। ১১ আগস্ট শুক্রবার বিকেলে সাভার মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কস্থ সিএন্ডবি মোড়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারি আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেওপাড়া ইউনিয়নের শাদি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে। এছাড়া পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারি মো. সুজন খান (২২) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর ইউনিয়নের শাখারিয়া খানবাড়ী এলাকার মো. আইয়ুব খানের ছেলে।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানিয়েছেন, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফি’র সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কস্থ সিএন্ডবি মোড়ে ওভার ব্রীজের নিচে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পলিথিনে প্যাঁচানো ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৩০ হাজার টাকা। এসআই হারুন অর রশিদ আরও জানান, আটক ও পলাতক মাদক কারবারি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply