সংবাদ রিপোর্ট : সাভার থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজার সংলগ্ন প্রয়াত সাবেক চেয়ারম্যানের আলালের বাসভবনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হানিফ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মঈনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন আনোয়ার , সাবেক সাংগঠনিক সম্পাদক বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আঃগফুর, যুগ্ম সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি মোহাম্মদ ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন আসন্ন নির্বাচনে বিএনপি ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের মন জয় করে ক্ষমতায় যাবে। শেখ হাসিনা ভারতে বসে দেশে নানা ধরনের সহিংসতা করার চেষ্টা করছে আমাদের সকল কে সজাগ থাকতে হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতা কর্মীরা।
Leave a Reply