সংবাদ রিপোর্ট: সাভারে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় শরিফ মিয়া নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে পৌর এলাকায় জামসিং মহল্লায় ধর্ষণের শিকার হয় সে। এঘটনায় সাভার থানায় মামলা হলে পুলিশ ওই মামলার আসামি শরিফ মিয়াকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র জানায়, বখাটে শরিফ মিয়া রোববার রাতে মেয়েটিকে তুলে নিয়ে যায় জামসিং এলাকার একটি বাড়িতে। সেখানে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ওই কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে সাভার মডেল থানায় শরিফকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতেই জামসিং এলাকা থেকে শরিফকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Leave a Reply