সংবাদ রিপোর্ট: সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদে শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় পাথালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ইউনিয়ন পরিষদের পক্ষে এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঐ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেন, ১,২,৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার শিফা আক্তার ও ৯ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন রানা। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply