1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

সাভারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট : সাভার রাজাশন কলাবাগান ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকের সাথে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই প্রতিদ্বন্দ্বী দল চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে। উত্তেজনায় ভরা এই ম্যাচটি উপভোগ কয়েক’শ দর্শক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বিজয়ী দল জলপাই বাগান বাগানে স্পোর্টিং ক্লাব ও রানারআপ কলাবাগান স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসলেম উদ্দিন মাষ্টার। এসময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট প্রতিবছর আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় দর্শকরা খেলার আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজনের আহ্বান জানান। এসময় অনেক মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ শাহীন, বিএনপি নেতা সেলিম আহমেদ, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মেহেদি রানা শহীদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :