সংবাদ রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে দূর্গা পুজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান ফখর আলম সমর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও প্রতটি মন্দিরে নগত অর্থ প্রদান করেন । ১১ সেপ্টেম্বর রবিবার সকালে সাভার তেতুলঝোড়া ইউনিয়নের ১০ টি মন্দিরে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করে। রাজ ফুলবেড়িয়া পানপাড়া এলাকার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির,শ্রী শ্রী কালী মাতা মন্দির, মাঝিপাড়া নারায়ণ রাজবংশীর বাড়ির পুজা মন্ডপ, শ্রী শ্রী লক্ষী মাতা মন্দির, মংল ঠাকুর মন্দির, মাতা আনন্দ ময়ী মন্দির,বাজার বদ্যনাথ মন্দির, ঋষিপাড়া পঞ্চায়েত কালী মাতা মন্দির, শ্যামপুর শ্রী শ্রী সরবজনীন দুগা মন্দির পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দিরে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করেন । এ সময় বেশকয়েক জন হতদরিদ্র কে থাকার ঘর তৈরীর জন্য নগদ অর্থ প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য,ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি।
Leave a Reply