সংবাদ রিপোর্ট: সাভারে পহেলা বৈশাখ উপলক্ষে ঈদগাহ মাঠ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। ১৪ এপ্রিল সোমবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাশন ঈদগাহ মাঠে ‘ঈদগাহ মাঠ আলোকিত যুব সমাজ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ ক্রিকেট খেলার আয়োজন কর হয়। এসময় ঈদগাহ মাঠ আলোকিত যুব সমাজ সংগঠনটির সভাপতি হাজী মোঃ মেহফুজার রহমান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে ঈদগাহ মাঠ আলোকিত যুব সমাজ সংগঠনটির সভাপতি হাজী মোঃ মেহফুজার রহমান রাসেল বলেন, সামাজিক দায়বদ্ধতার কারনে আমরা সাভার পৌর ৮ নং ওয়ার্ডে মাদক ও অপরাধ মূলক কাজ থেকে যুব সমাজকে রক্ষা করতে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া যুব সমাজকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও মশা নিধনের জন্যও কাজ করে যাচ্ছি বলে জানান তিনি। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হাজী মোঃ করিম পালোয়ান, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান (সাবান আলী), হাজী মোঃ রফিকুল ইসলাম, হাজী মোঃ নুরুল ইসলাম, ফজলু পালোয়ান, হাজী মোঃ ফজলুল হক, মোঃ ফরিদ আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী,মোঃ আলী আজম চৌধুরী (মিদুল),মোঃ ইব্রাহীম খলিল (টিটু),
মোঃ সাঈদী ও রোকনুজ্জামান রিপন
প্রমূখ।
Leave a Reply