1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

সাভারে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান চলছে বংশী নদীর তীরে

  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের বংশী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে ২৯ অক্টোবর শনিবার বেলা ১১টা থেকে সাভারের নামা বাজার এলাকায় শুরু হয় এ অভিযান। এ সময় নদীপাড় ঘেঁষা প্রায় চার একর জমিতে অবৈধভাবে গড়ে তোলা ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানায় জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় পাকা, আধা পাকা ও টিনসেড ভবনের নানা স্থাপনা। সম্পূর্ণ জমি দখলমুক্ত করার আগ পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযানে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও জেলা পুলিশের শতাধিক পুলিশ সদস্য মোতায়েন আছে। অভিযান নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা চলবে। উদ্ধার হওয়া জমি নতুন করে কেউ যাতে দখল নিতে না পারে সেদিকে নজর রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :