সংবাদ রিপোর্ট: সরকারের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে চতুর্থ ধাপে সাভারে জমিসহ ঘর পেলেন ৭২টি পরিবার আর এরই মাধ্যমে শতভাগ ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো সাভার উপজেলাকে। ২০ মার্চ বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্তরে অডিটোরিয়ামে উপকারভোগী এসব পরিবারের সদস্যদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে উপকারভোগীদের মাঝে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন তিনি। এসময় উপস্থিত উপকাভোগীদের উদ্দেশে ইউএনও বলেন, প্রধানমন্ত্রী এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। তারপরও যদি সাভারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ গৃহহীন থেকে থাকেন তারা যেন তাদের তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেয়। তাহলে আমরা সেই তালিকা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের জন্যও জমিসহ ঘরের ব্যবস্থা করব। তিনি আরও বলেন, আপনারা যারা জমিসহ ঘর পেয়েছেন। তারা দলিলপত্র খুব যত্নে রাখবেন। এটা অনেক বড় আমানত। সরকার বিভিন্ন সময়ে ভাতা দেয়, নগদ টাকা দেয়, চাল দেয়, ডাল দেয় কিন্তু জমিসহ ঘর দেয় না। জমিসহ ঘরের মতো এত বড় আমানত আপনাদেরকই দিয়েছে। সৃষ্টিকর্তা আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বুধবার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে ৩৭টি, তেঁতুলঝোড়া ইউনিয়নে ৪ টি, সাভার ইউনিয়নে ১২ টি, শিমুলিয়া ইউনিয়নে ১২ টি এবং বিরুলিয়া ইউনিয়নে ৭ টিসহ মোট ৭২টি জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
Leave a Reply