সংবাদ রিপোর্ট: সাভারে কোভিড-১৯ ভ্যাকসিন এর ৪র্থ ডোজ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সাভার ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদাকে ৪র্থ ডোজ ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভারম্ভ হয়। এব্যাপারে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভারে কোভিড-১৯ ভ্যাকসিন এর ৪র্থ ডোজ কর্মসূচি শুরু হলো আজ। ৪র্থ ডোজ হিসেবে ফাইজার (এমআরএনএ) ভ্যাকসিন প্রদান করা হবে। ৩য় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিবর্গকে এই ২য় বুস্টার বা ৪র্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এদের মধ্যে রয়েছেন- ৬০ বছর এবং তদূর্ধ বয়সী জনগোষ্ঠী, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদূর্ধ বয়সী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মা, সম্মুখসারির যোদ্ধা প্রমুখ উল্লেখযোগ্য। ডা. হুদা উল্লেখিত ক্যাটাগরিতে যারা পড়েন সেসব সাভারবাসীকে দ্রুত সাভার ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট সেন্টারে এসে ৪র্থ ডোজ ভ্যাকসিন গ্রহনের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার কথাও জানান তিনি।
Leave a Reply