সংবাদ রিপোর্ট : সাভারে বিশিষ্ট ক্রিড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ৯ ফেব্রুয়ারি রবিবার খেলা অনুষ্ঠিত হয়েছে। শাহীবাগ স্পোর্টিং ক্লাব আয়োজিত এ মিনিবার ফুটবল খেলায় সোবহানবাগ স্পোর্টিং ক্লাব ও শাহীবাগ স্পোর্টিং ক্লাব অংশ নেয়। পরে খেলায় টাইব্রেকারে বিজয়ী শাহীবাগ স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা লায়ন মো: খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি নেতা ইউনুস খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আমজাদ হোসেন টুটুল, রাশেদুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা মোহাম্মদ আলী পাঠান প্রমুখ। খেলার আয়োজক ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম রুবেল।
Leave a Reply