মোঃ শাহীন: সাভারের পৃথক তিনটি ঘটনায় বিএনপির অন্তত দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। গত রাতে সাভার মডেল থানায় একটি ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ৩০ জুলাই রবিবার সকালে মামলা দুটির বিষয় নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান ও আশুলি পুলিশ ফারির ইনচার্জ উপ পরিদর্শক আরাফত উদ্দিন। ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আমিনবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কফিল উদ্দিনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বিএনপির সাবেক সাংসদ ডা. সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা খোরশেদ আলমসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে। মামলাটি আমিনবাজার পুলিশ ফারির আইসি উপপরিদর্শক হারুন অর রশিদ বাদি হয়ে মামলা করেছে।
মামলায় আসামি করা নিয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ওখানে আমরা কেউ ছিলাম। একটা ভিডিওতে দেখলাম ওখানে পুলিশ ও আওয়ামিলীগের হাজার খানেক নেতাকর্মী ছিলো। ওই মূহুর্তে ককটেল ফাটছে ফাটছে বলতেছে। আসলে আওয়ামিলীগের নেতাকর্মীরা ওখানে ককটেল ফাটিয়েছে। পুলিশ তাদের ধরলোনা উল্টো আমাদের নামে মিথ্যা একটি মামলা করলো। মামলাটি একটি গায়েবি মামলা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, নবীনগরের নিরিবিলি এলাকায় বাস ভাংচুর ও বাসে অগ্নি সংযোগের ঘটনা বিএনপির ২৫ / ৩০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ঘটনা ঘটিয়েছে বিধায় তাদের আসামি করা হয়েছে। আশুলিয়া পুলিশ ফারির ইনচার্জ আশুলিয়া থানার উপপরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ২৯ জুলাই শনিবার বিকালে আশুলিয়ার রশায়ন মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে একটা অটোরিকশা পুড়িয়ে দেয়। ওই ঘটনায় আশুলিয়া থানায় বিএনপির ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা হয়েছে।
Leave a Reply