সংবাদ রিপোর্ট: সাভারে আমেনা পাইলস কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের বৈধ কাগজ পত্র না থাকা-সহ ডাক্তার না হয়েও নামের পাশে ডাক্তার বসিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে অভিযান পরিচালনা করে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা। ২৯ আগস্ট সোমবার দুপুরে সাভার থানা রোডের পাশে অবস্থিত টেস্টি ট্রিট এর তৃতীয় তলায় আমেনা পাইলস কেয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৮ আগস্ট রবিবার বিকালে সাংবাদিকদের মাধ্যমে জানা যায় ভুল চিকিৎসা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আমেনা পাইলস কেয়ারের মালিক নজরুলের বিরুদ্ধে। সাভারের বাসিন্দা সম্ভু ঘোষ নামের এক ব্যক্তির পাইলসের চিকিৎসার জন্য নজরুলের কাছে এসেছিলেন। ৩০ হাজার টাকার কন্ট্রাকে চিকিৎসা নিবেন তিনি। চিকিৎসা শেষে তার রোগতো ভালো হয়নি বরংচ আর বেড়ে গেছে। এমন অভিযোগের ভিত্তিতেই আজ পুলিশ প্রশাসনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের নিয়ে সেই পাইলস কেয়ারে গিয়ে অভিযান পরিচালনা করে অসংগতি পেয়ে সিলগালা করা হয়। এ বিষয়ে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আজ এই কেয়ারে আমরা আসি। এখানে নামের পূর্বে ডাক্তার লিখছে যে নাকি চিকিৎসক নয়। এছাড়া পাইলস কেয়ারটির বৈধ কাগজ পত্র দেখাতে বলেছি তারা কোনো কাগজ পত্র আমাদের দেখাতে পারেনি। তাই প্রতিষ্ঠানটি আমরা সিলগালা করে দিয়েছি।
Leave a Reply