সংবাদ রিপোর্ট: সাভারে এক শারীরিক ও বাক প্রতিবন্ধি নারী (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি এসময় ওই প্রতিবন্ধি নারীকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার পরিবারের দুই সদস্যকে হত্যারও হুমকি দিয়েছেন অভিযুক্ত ধর্ষক। ১৩ জুন সোমবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায়, শারীরিক ও বাক প্রতিবন্ধি ওই নারীকে নিজ ঘরে রেখে প্রতিদিনের মতো মানুষের বাড়িতে কাজে চলে যান তার বৃদ্ধা মা। পরে সেই সুযোগে দুপুরে তাদের বাড়ির পাশের প্রতিবেশী পচিশ বছর বয়সী এক যুবক মাদক সেবন করে ঘরে প্রবেশ করে তাকে জোর পূর্বক ভাবে ধর্ষণ করেন। এসময় ওই নারী ধর্ষণে বাধা দিলে তাবে বেধড়ক মারধর করেন। পরে ওই নারীর গোঙ্গানী শুনে তার খালা ও ভাই এগিয়ে এলে ধর্ষণ কারী যুবক ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ১৩ জুন সোমবার রাতে স্থানীয় লোকজনের মুখে প্রতিবন্ধি নারী ধর্ষণের শিকার হয়েছেন এ কথা শুনে দ্রুত ওই বাড়িতে ছুটে যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় তিনি সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ইউপি চেয়ারম্যান ওই প্রতিবন্ধি নারীকে সবধরনের আইনি সহয়তা দেওয়ার আশ^াস দেন ও ন্যাক্কার জনক এই ঘটনার দোষী যুবকের কঠোর শাস্তি দাবি করেন। এদিকে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যদের আগামী ১২ ঘন্টার মধ্যে ধর্ষণকারী ওই যুবককে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ও গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত ওই যুবককে আটকের সন্ধ্যানে পুলিশের পাশাপাশি নেতাকর্মীদের নিয়ে তিনিও অভিযান পরিচালনা করেছেন। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা বলেন, প্রতিবন্ধি নারীকে ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেই সাথে এঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে ও ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply