সংবাদ রিপোর্ট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে সাভার পৌর বিএনপি’র ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাভার দলিল লেখক সমিতির সভাপতি ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ আকতার হোসেন বেপারী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকেলে সাভার পৌর এলাকার ভাটপাড়া বাড্ডা স্কুল মাঠে সাভারস্থ বৃহত্তর ময়মনসিংহ ক্ষুদ্র ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় হাজী নেছার আহমেদ মোল্লার সভাপতিত্বে ও মো. শফিকুল ইসলাম রনি সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি’র ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাভার দলিল লেখক সমিতির সভাপতি হাজী মোঃ আকতার হোসেন বেপারী। এসময় প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, ‘১৫ বছরের বৈষম্যে আমরা অনেক রক্ত দিয়ে তার শেষ করেছি। এখন এই বাংলা সবার, হিন্দু -মুসলিমদের কোনো ভেদাভেদ নেই। আগামীতে এই দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এসময় তিনি আরো বলেন, আমি আগেও মানুষের পাশে ছিলাম। মানুষের দুঃখ- কষ্টে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বর্তমান ও ভবিষ্যতেও মানুষের পাশে থাকার কথা জানান তিনি। এসময় মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে সাভারস্থ বৃহত্তর ময়মনসিংহ ক্ষুদ্র ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply