সংবাদ রিপোর্ট: পুরনো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে জামিন চাইতে গিয়ে কারাগারে গেছেন বিএনপি’র পাঁচ নেতা। সোমবার তাদেরকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, খন্দকার শাহ মাইনুল ইসলাম বিল্টু (ঢাকা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি), মোঃ খোরশেদ আলম (সাবেক সাভার পৌর কাউন্সিলর, সাবেক জেলা বিএনপি যুগ্ম সম্পাদক), ওবায়দুল রহমান অভি (জেলা বিএনপি নেতা), মোহাম্মদ আলমগীর হোসেন ও মোঃ তালাক মাহমুদ হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে ২৯ এপ্রিল সোমবার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে বিএনপি’র পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেন। স্থানীয় বিএনপির রাজনীতিতে উল্লেখযোগ্য ৩ নেতা তিনমেরুর বলে জানা গেছে।
Leave a Reply