সংবাদ রিপোর্ট: বাজারে চালের দাম কমা না পর্যন্ত সাভারে দেশে নিন্ম আয়ের মানুষের জন্য ওএমএসএর মাধ্যমে চাল বিক্রি কার্যকম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২ সেপ্টেম্বর শুক্রবার সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে তৃতীয় লিঙ্গের সাংস্কৃতিক সংগঠন কন্নড এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসময় আরও বলেন, সরকারের হাতে এখনো বিশ লক্ষ মেট্রিক টন চাউল মজুদ রয়েছে সেগুলো সারা দেশে ওএমএসএর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এ কার্যকম চালের দাম না কমা পর্যন্ত চলবে জানিয়ে তিনি আরও বলেন, চালের দাম কবে নাগাদ কমবে এটা বলা যাচ্ছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দেশে দ্রব্য মুল্যের দাম বেড়েছে বলেও বলেন তিনি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী মমতাজ বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ চলচিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন কন্নড় এর সভাপতি তৃতীয় লিঙ্গের ব্যক্তি মিষ্টি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply