স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জেতার পরই তার অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এখনই সেই পথে হাঁটছেন না আনহেল দি মারিয়া।কিন্তু কবে বুটজোড়া তুলে রাখবেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। ‘ইএসপিএন আর্জেন্টিনা’ এর বরাতে গোল ডট কম জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকার পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না দি মারিয়াকে। ২০২২ কাতার বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন দি মারিয়া। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতানো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোলও করেছিলেন সাবেক এই পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণভাবে রেখেছিলেন দুর্দান্ত অবদান।
Leave a Reply