সংবাদ রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা টানা চার বারসহ পাঁচ বারের প্রধানমন্ত্রী। তিনি ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে। ৩১ জানুয়ারি বুধবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। দেশের সব জনগণকে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মঙ্গলবার থেকে আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আপনারা দেখেছেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এসেছেন। সংবিধান অনুযায়ী তিনি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের আলোকেই সংসদে আলোচনা চলমান থাকবে। এছাড়া আমাদের অন্যান্য যে কার্যপ্রণালী রয়েছে, সংবিধান অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা, জন গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান থেকে শুরু করে সংসদ সদস্যের অংশগ্রহণমূলক কার্যপ্রণালী চলমান থাকবে।পরে জাতির বীর শহীদদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিপ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল। এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply