সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে। ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি বাকশাল নামক নতুন দল ঘোষণার মধ্যদিয়ে গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ। নানা ষড়যন্ত্রের মাধ্যমে রাতের ভোটে পূনরায় ক্ষমতায় থেকে তারা গণতন্ত্রকে ক্রমান্বয়ে হত্যা করে চলছে। তিনি আরও বলেন, দেশের জন্য সকল শ্রেণী পেশার লোক যুদ্ধ করেছিল। যুদ্ধের সময় শেখ সাহেব পাকিস্থানীদের কাছে আত্মসমর্পন করেছিলেন। এখন তারা বলছেন কেবল আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ করেছে। সেই হিসেবে দলের লোকদের মুক্তিযোদ্ধা ভাতা দেয়া হচ্ছে। যারা বিএনপি করেন তাদেরকে ভাতা দেয়া হচ্ছে না। জিয়াউর রহমানকে হত্যার পর শেখ হাসিনা প্রতিক্রিয়ায় বলেছিলেন আমি অসুখী নই।আওয়ামী লীগ দেশের মানুষের সাথে বাকশালী আচরণ করছে। মামলা দিয়ে মানুষকে জেলে ভরে রাখছেন। মানুষ ভোট দিতে পারে না। তিনি বলেন, এ সরকারকে ভোটের মাধ্যমে হটানো যাবে না। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। গণজোয়ারের মাধ্যমে এ সরকারকে হঠাতে সকল নেতাকর্মীদের আহবান জানান। বর্তমানে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে পুনরায় গণতন্ত্র হত্যার বাকশালী আচরণের পরিচয় দিল। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে দেওয়ান ইদ্রিস ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ তমিজ উদ্দিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, সাভার থানা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফুল, আশুলিয়া থানা বিএনপির আহবায়ক জাকসুর সাবেক জিএস আজগর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুল ইসলাম সামসু, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল গফুর, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি বদিউজ্জামান বদির, সাভার পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুর রহমান বাবুল, পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ ইব্রাহিম মিয়া, ধামরাই পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান আতিক, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মিনি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তমিজ, জেলা তাতী দলের সভাপতি জাকির হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলহাজ তমিজ উদ্দিন বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে কষ্টের দিনগুলো পার করে যাচ্ছে। ১৯৭৫ এর ২৫ জানুয়ারি শেখ সাহেব বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছিলেন। মাত্র ৪টি পত্রিকা চালু রেখেছিলেন। আর সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। বর্তমান সময়ে তার মেয়েতো করবেনই। আশা করছি এ সকল অন্যায় কাজের ফলাফল শীঘ্রই পাবেন। যার পরিণতি হবে খুবই খারাপ। শীঘ্রই কেন্দ্র থেকে কর্মসূচী আসছে। সকলকে মাঠে থাকতে হবে। সরকারের পতন ঘটাতে হবে। খন্দকার আবু আশফাক বলেন, গণতন্ত্র হত্যা মধ্যদিয়ে ৭৫ সালে বহু দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। রক্ষী বাহিনীর অত্যাচারে মুক্তিযোদ্ধারা সেসময়ে টিকতে পারেনি। বর্তমানে দেশের মানুষ এমনই ভয়াবহদিন অতিক্রম করছে। তিনি বলেন, আফগানিস্থানে সম্প্রতি সরকার পতনের পর প্লেনের পাখায় চড়ে অত্যাচারি সরকারের নেতাকর্মীগণ পালাতে চেয়েও অনেকে রেহাই পায়নি। মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাদের অনেকের। বর্তমান সরকার রাজপথে রাজনীতি করতে দিচ্ছে না। তাদের নানা বেআইনি কাজের জন্য ইতোমধ্যে আমেরিকার সরকার অনেকের ভিসা বাতিল করে দিয়েছে। সভা পরিচালনা করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু ও বিএনপি নেতা নাজমুল আলম খান।
Leave a Reply