সংবাদ রিপোর্ট: সাভারে যাত্রীবাহী লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। ২৩ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিএন্ডবি-আশুলিয়া সড়কের সদর ইউনিয়নের কলমা এলাকার এক মুরগী উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল এন্ড কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের রাখা হয়েছে মর্গে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কলমা এলাকায় দুটি যাত্রবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply