সংবাদ রিপোর্ট: সাভারে বংশী ও ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এসব স্থাপনা ভেঙে নদীকে দখলমুক্ত করে নদীর নাব্য ফিরিয়ে আনতে ৩০ অক্টোবর রবিবার তৃতীয় দিনের মতো পরিচালনা করা হয়েছে উচ্ছেদ অভিযান। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বলেন, অভিযানে বিআইডব্লিউটিএ লজিস্টিক সাপোর্ট দিয়েছে। গোটা অভিযান পরিচালনা হয়েছে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে। অভিযান পরিচালনা করতে কোনো রকম বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, সে অভিযান কোনো ধরনের বাধাই রুখতে পারবে না। তবে এ উচ্ছেদ অভিযান এখনো পর্যন্ত কোনো বাধা বিঘ্নের মধ্যে পড়েনি। বরং এখানে অবৈধ দখলদার যারা রয়েছেন তারাও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের সহযোগিতা করছেন। উচ্ছেদ অভিযান সোমবারও পরিচালনা করার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। উল্লেখ্য, সাভারের নামাবাজার এলাকায় বংশী ও ধলেশ্বরী নদীর তীর দখল করে অবৈধ স্থাপনাগুলো প্রায় চল্লিশ বছর ধরে দখলদাররা ভোগ দখল করে আসছিল। হাইকোর্টের রায় বাস্তবায়নের মধ্যদিয়ে সাভারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে বলছেন স্থানীয়রা। অতীতেও একাধিকবার এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও দখলদারদের যেন থামানো যাচ্ছে না। স্থানীয়দের দাবি অতীতের মতো এবারের উচ্ছেদ অভিযান যাতে নিষ্ফল না হয়।
Leave a Reply