1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সাভারে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন শাখার আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে আমিনবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমিনবাজার ইউনিয়ন শাখার আওয়ামীলীগের উদ্যোগে এর আয়োজন করা হয়। শোকাবহ এ সভায় সভাপতিত্ব করেন আমিনবাজার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রকিব আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। শোকাবহ এই অনুষ্ঠানকে ঘিরে আমিনবাজারের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। অনুষ্ঠানে বক্তারা ভয়াবহ আগস্টের বর্ণনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন। সাভার রাজপথের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :