1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

সাভারে তিন জনকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে এক আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ৯ মে সোমবার সকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের দুদু মার্কেট ও সাভারের মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ভাকুর্তা ইউনিয়নের দুদু মার্কেট এলাকায় বিভিন্ন অটোরিকশা থেকে চাঁদা তুলছিলো কয়েকজন সন্ত্রাসী। ৯ মে সোমবার সকালে অটোরিকশা থেকে চাঁদা তুলতে বাধা প্রদান করেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আরফত আলী। এসময় চাঁদা তুলতে বাধা প্রদান করায় সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতা আরফত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভাকুর্তা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শাহ আলম। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে সাভারের মজিদপুর এলাকায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্য এক ঘটনায় রুবিনা নামের এক গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে জখম করেছে তার স্বামী। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :