
সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোরকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর সোমবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। সূত্রে জানা যায়, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও স্বজনদের লক্ষ্য করে স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিলেন। সেদিনও তারা একই কৌশলে চুরির চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ তাদের গতিবিধি লক্ষ্য করে নজরদারি শুরু করলে ভিডিও প্রমাণসহ হাতেনাতে ধরা পড়ে। ঘটনার পরপরই বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানানো হয়। আটক তিন নারীকে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে রাখা হয়েছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেকে আটক নারীদের দেখতে ভিড় জমান। স্থানীয়দের ভাষ্যমতে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা ঘটছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সময়োচিত পদক্ষেপ ও সতর্ক নজরদারির কারণে এবার চোরচক্রের তিন সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।
Leave a Reply