
সংবাদ রিপোর্টঃ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ২৪ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। এতে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পথচারীদের বরাত দিয়ে জানা যায়, একটি দূরপাল্লার ঢাকাগামী বাস প্রাইভেটকারটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
Leave a Reply