
সংবাদ ডেস্ক: মা ইলিশ রক্ষায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে গত ১৭ দিনে ৯ লাখ ৬১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। যার বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকা। গত ৪ অক্টোবর থেকে শুরু হয় এই অভিযান। জেলার শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মাদারীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, পুলিশ, সেনাবাহিনী ও র্যাব বিভিন্ন সময়ে এই অভিযান পরিচালনা করে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এছাড়াও পদ্মার তীরবর্তী একাধিক ইলিশ বিক্রির হাটও উচ্ছেদ করা হয়েছে। এরপরও থেমে নেই ইলিশ বিক্রি। অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত পদ্মা নদীর দুর্গম এলাকায় মাছ শিকার করছে। তবে গত ১৭ দিনে অভিযানে বিপুল পরিমাণ জাল ধ্বংসের পাশাপাশি ২ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কারাদণ্ড প্রদান করা হয়েছে মোট ৪৩ জন জেলেকে। উদ্ধার করা হয়েছে ৪১৫ কেজি মা ইলিশ।এদিকে সোমবার বিকেলে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অফিস এবং র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয় পদ্মা নদীতে। এ সময় শিবচর উপজেলার কাজীরসুরা, হীরা খাঁর খাল ও কাঁঠালবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, নিয়মিত আমাদের অভিযান চলছে। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনসহ পুলিশ, সেনাবাহিনী ও র্যাব অংশ নিচ্ছেন। মা ইলিশ রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
Leave a Reply