
সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার শাহীবাগ-রাজাশন মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ূব খান। ২১ অক্টোবর মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি বিরুলিয়া রোডের অন্ধ চৌরঙ্গী মার্কেট এলাকা থেকে রাজাশন ভিশন গার্মেন্টস পর্যন্ত রাস্তায় দুই পাশে ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন। এ সময় মোহাম্মদ আইয়ূব খান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্বাস উদ্দিন (পাপ্পু), সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাভার পৌর যুবদল মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল, আব্দুল মান্নান, আরিফুর রহমান, মোস্তফা, আসাদুজ্জামান টিটু, শাওকত হোসেন (খোকন), চন্দন, তাজুল ইসলাম ও এস. এম. ফরিদ হোসেন। এ ছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
Leave a Reply