
সংবাদ রিপোর্ট: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে লিফলেট ও বুকলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রচারণায় লিফলেট ও বুকলেট বিতরণ করেন। লিফলেট ও বুকলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাভার পৌর যুবদল, মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোসলেমুর রহমান চন্দন, সাবেক কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম, এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর। এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Leave a Reply