
সংবাদ রিপোর্ট: জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব ঝুঁকিতে পড়ত এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজের অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সাভার উপজেলার আয়োজনে গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। স্বৈরতন্ত্র থেকে দেশ মুক্ত হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছেন আমি যতদিন বেঁচে আছি, নিরলসভাবে তাদের পাশে থাকব। তিনি আরও জানান, জুলাই ২৪-এ যারা শহীদ হয়েছেন, আমি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তবে পৌর এলাকার বিভিন্ন সড়ক তাদের নামে নামকরণ করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম (ধীমান), মুস্তাঈন বিল্লাহ হাবিবী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাভার কলেজ ছাত্রদল কল্লোল, পৌর ছাত্রদল নেতা তাজ খান নঈম, মো. আলোকুর রহমান ও আতিকুর রহমান রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল চন্দ্র। এ সময় ১০ শহীদ পরিবারের সদস্য ও ৫০ জন আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply