
সংবাদ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ২০ অক্টোবর সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কবির সরণিতে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ। সমাবেশে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব বলেন, আজ স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে আমাদের ভাইদের একের পর এক খুন হতে দেখছি। আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সর্বশেষ দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়েদকে হত্যা করা হয়েছে। যদি অতীতের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হতো, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটতো না। জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, সে সময় ছাত্রদল নেতাদের গুম-খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ও আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় আমরা আমাদের অনেক সহযোদ্ধাদের হারিয়েছি। আমরা মনে করেছিলাম, স্বৈরাচার পতনের পর ছাত্র প্রতিনিধি ও ড. ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনশৃঙ্খলার উন্নতি করবে এবং সকল হত্যা ও ধর্ষণের মতো ঘটনার বিচার হবে। কিন্তু আমরা দেখেছি, এই সরকারের এক বছর হয়ে গেলেও কোনো হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে পারেনি। তারই ধারাবাহিকতায় গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদকে হত্যার শিকার হতে হয়েছে।
Leave a Reply