সংবাদ রিপোর্ট: স্বাধীনতা দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের কারণে ঢাকা থেকে সাভার পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ২৪ মার্চ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।” ২৬ মার্চ শনিবার ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে আসা-যাওয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ কারণে স্বাধীনতা দিবসের ভোরে নির্ধারিত ওই সময়ে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক এবং এসব যানবাহন ব্যবহারকারীদের বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে পুলিশ। জাতীয় স্মৃতিসৌধে পুস্পাঞ্জলি অর্পণে বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে যান চলাচলে শৃঙ্খলা রক্ষা এবং যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা চেয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধও জানানো হয়। গাবতলী-আমিনবাজার-নবীনগর রুটের বিকল্প হিসেবে এয়ারপোর্ট রোড ও আব্দুল্লাহপুর ক্রসিং হয়ে আশুলিয়া সড়কে চলাচল করতে হবে। আরিচা বা পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে। টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে ঢাকায় প্রবেশ করতে হবে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে
Leave a Reply