সংবাদ রিপোর্ট : ঢাকা জেলা ডিবি উত্তর এক অভিযানে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরিদর্শক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে মোঃ তুহিন সরদার (২৭), মোঃ সাব্বির শেখ (২০), ৩’শ পিস করে মোট ৬’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে ডিবি উত্তর ঢাকা জেলা আরেক অভিযানে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন এসআই মোঃ আমিনুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক টাউন এলাকা থেকে ওমর হায়দার তুহিনকে (৪৪) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Leave a Reply