1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

স্লোগানে স্নোগানে মুখরিত রংপুর 

  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

সংবাদ ডেস্ক: রাজনৈতিক উত্তেজনা ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ। ২৯ অক্টোবর শনিবার দুপুর ২টায় শুরু হবে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই গণসমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে নিয়ে নগরীর প্রধান প্রধান সড়কে বড় শোডাউন দিয়ে আসছেন সমাবেশস্থলে। স্লোগানে স্নোগানে মুখরিত হয়ে উঠছে সমাবেশস্থল ও আশপাশ। কানায় কানায় ভরে উঠেছে মাঠ। সমাবেশের মঞ্চ প্রস্তুত, মঞ্চ থেকে প্রচার করা হচ্ছে দেশাত্মবোধক ও দলীয় গান। কর্মীদের চাঙা করার জন্য মঞ্চ থেকেই মাঝেমধ্যে মাইকে স্লোগান দেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সকালে ট্রেনে করে রংপুরের সমাবেশে যোগ দিতে আসছেন কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর থেকে নেতাকর্মীরা। ট্রেন থেকে নেমে রিকশা, অটোরিকশা যোগে আসছেন সমাবেশের মাঠে। রিকশা না পেলে হেঁটেই আসছেন তারা। মাঝে মাঝে স্লোগানও দিচ্ছেন। সমাবেশ সামনে রেখে শুক্রবার সকাল ৬টা থেকে থেকে রংপুরে শুরু হয়েছে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট। দলটির সমর্থকরা এরকম হতে পারে এজন্য আগে থেকেই বিকল্প উপায় ঠিক করে রেখেছিলেন তারা। সকাল থেকেই সেই বিকল্প উপায়ে তারা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে। বেশির ভাগ নেতাকর্মী ট্রেনে ও অটোতে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতাকর্মীরা সমাবেশস্থলের মাঠে রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা, পাটি পেতে ঘুমিয়েছেন। রাতে খাবার দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ড ও নেতাদের পক্ষ থেকে। সকালেও অনেককে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। সকালে দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে নাশতাও সরবরাহ করা হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে এ গণসমাবেশ অনষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :