সংবাদ ডেস্ক : প্রতি বছরের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২ এপ্রিল শনিবার থেকে রমজানের রোজা রাখছেন ভোলার সাত উপজেলার ১০ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। ভোর ৪টার দিকে তারা সেহরি খান বলে নিশ্চিত করেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মাসুদ পারভেজ রহিম। তিনি আমির মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদের সভাপতি।মাসুদ পারভেজ বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা সুরেশ্বরী দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা আজ থেকে রোজা রেখেছি। শুক্রবার (১ এপ্রিল) তারাবি পড়েছি। তিনি আরও বলেন, ‘আজ সেহরির শেষ সময় ছিল ভোর ৪টা ৩৪ মিনিট। ইফতারের করবো সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।’ মাসুদ পারভেজের তথ্যমতে, ভোলার সাত উপজেলার ১০ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ আজ রোজা রেখেছেন। প্রতি বছরের মতো এবারো তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবেন।
Leave a Reply