সংবাদ রিপোর্ট : আগামী ১৫ জুন ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন পরিষদসহ দেশের ৩১ জেলার ৬১ উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার কমিশন সভা শেষে ২৫ এপ্রিল সোমবার নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। আইনী জটিলতায় সূতিপাড়া ইউপি নির্বাচন আটকে ছিল।
Leave a Reply