সংবাদ ডেস্ক : চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেটের দুই উপজেলার ২০ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নৌকার, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৯টিতে স্বতন্ত্র ও একটিতে লাঙলের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন রবিবার ২৬ ডিসেম্বর ভোট গণনা শেষে সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শুকুর মাহমুদ মিঞা তথ্য নিশ্চিত করেছেন। বিয়ানীবাজারে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- আলীনগর ইউনিয়নে আহবাবুর রহমান খান শিশু (নৌকা), চারখাই ইউনিয়নে স্বতন্ত্র হোসেন মুরাদ চৌধুরী, শেওলায় জহুর উদ্দিন (নৌকা), দুবাগে জালাল উদ্দিন (নৌকা), কুড়ারবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী তুতিউর রহমান তুতা, মাথিউরায় আমান উদ্দিন (নৌকা), তিলপাড়ায় স্বতন্ত্র মাহবুবুর রহমান (বিএনপি), মুড়িয়ায় স্বতন্ত্র ফরিদ আল মামুন (জামায়াত স্বতন্ত্র), মুল্লাপুরে স্বতন্ত্র আব্দুল মন্নান (বিএনপি), লাউতায় স্বতন্ত্র দেলওয়ার হোসেন। গোলাপগঞ্জে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- বাঘা ইউনিয়নে আবদুস সামাদ (নৌকা), সদরে তজম্মুল আলী (নৌকা), ফুলবাড়ীতে আবদুল হানিফ খান (নৌকা), লক্ষ্মীপাশায় আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণে ঘোড়া প্রতীকে জামায়াত নেতা এম. আবদুর রহিম, উত্তর বাদেপাশায় আনারস প্রতীকে জামায়াত নেতা জাহিদ আহমদ, লক্ষণাবন্দে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি নেতা খলকুর রহমান, ভাদেশ্বরে ঘোড়া প্রতীকে বিএনপি নেতা শামীম আহমদ, আমুড়ায় সৈয়দ হাছিন আহমদ মিন্টু (নৌকা) ও শরীফগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এম. কবির উদ্দিন।
Leave a Reply